المدة الزمنية 12:57

সাজেকের কংলাক পাহাড়ে রোমাঞ্চকর ট্রেকিং অভিজ্ঞতা । Tour Sajek। Part - 02

بواسطة imran Hossain
52 مشاهدة
0
2
تم نشره في 2023/03/30

সাজেকের কংলাক পাহাড়ে রোমাঞ্চকর ট্রেকিং অভিজ্ঞতা । Tour Sajek। Part - 02 #beautiful_bangladesh #imranhossain #sajak #konglukpara_sajek #সাজেক কংলাক পাহাড় সাজেক ভ্যালির সর্বোচ্চ চূড়া। সমুদ্রপৃষ্ঠ হতে এর উচ্চতা প্রায় ১৮০০ ফুট। পাহাড়ের উপরে কংলাক পাড়া অবস্থিত। কংলাক পাহাড় থেকে স্পস্ট লুসাই পাহাড় দেখা যায়। কংলাক পাহাড়ের চূড়ায় উঠতে ট্রেকিং করতে হয়। যা দারুন রোমাঞ্চকর। এখানটায় উঠতে বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত। কারন সেইফটির জন্য তেমন কোন ব্যবস্থা নেই। তাই আপনারা যারা এ স্থানটিতে যাবেন, অবশ্যই খুব দেখে শুনে আস্তে ধীরে পথ চলবেন। ১৫, ২০ মিনিট উপরে উঠতে সময় লাগলো। উপরে উঠতেই সবাই রওনা হলো ঐ উচুতে যেখান থেকে সূর্যাস্ত দেখবে সবাই। অসাধারন এক অনুভুতি। অসাধারন সানসেট। কেমেরায় এ সৌন্দর্য তুলে আনা প্রায় অসম্ভব। চারিদিকে পাহাড় সবুজ আর সবুজ, তাই সাজেক ভ্রমন করতে আসা সকল পর্যটকদের প্রথম এবং প্রধান আকর্ষনের কেন্দ্রবিন্দু এই পাহাড়। সূর্য ডোবা পর্যন্ত থাকলাম সেখানে। কংলাক পাড়াটি কমলাক পাড়া নামেও পরিচিত। স্থানীয় তথ্য মতে, এই পাড়াটির পাশে বড় বড় কমলা বাগান অবস্থিত বলে এটিকে কমলাক পাড় বলা হয়। পাহাড়ের নিচে কংলাক ঝর্ণা অবস্থিত এবং এই ঝর্নার নামানুসারেই এই পাহাড়ের নামকরণ করা হয়েছে। *** ANTI-PIRACY WARNING *** This content is Copyrighted imran Hossain . Any unauthorized reproduction, redistribution or re-upload is strictly prohibited of this material. Legal action will be taken against those who violate the copyright of the following material presented!Thank You. Copyright 2019@ imranHossain. All rights are Reserved.

الفئة

عرض المزيد

تعليقات - 1