المدة الزمنية 3:14

Qalbi Muhammad | নবী প্রেমের সেরা গজল | Bangla Gojol | Abu Rayhan Kalarab

بواسطة Abu Rayhan
301 975 مشاهدة
0
10.4 K
تم نشره في 2023/09/27

Qalbi Muhammad | নবী প্রেমের সেরা গজল | Bangla Gojol | Abu Rayhan Kalarab Hope you will enjoy our exclusive Hamd, Naat, Islamic Nasheed, Bangla Islamic Gojol, Islamic Gojol, more Islamic Songs and video on our Youtube channel. Don't forget to subscribe Abu Rayhan Official Singer : Abu Rayhan Lyrics :Jubair Sifat Tune : H Ahmed Sound Design :MH Tamim Record : Tarana Records Recordist : Shafin Ahmad Director : Abdullah Al Mahmud GFX : Salahuddin Sakib Management : Murshed Siraji #AbuRayhan #Kalarab​ #Qalbi_Muhammad Connect on Social platform Log on Facebook ID : https://www.facebook.com/AbuRayhanOfficial.ID/ Fan Page : https://www.facebook.com/aburayhanklbsg/ YouTube : /@ AbuRayhanOfficial/ Instagram : https://www.instagram.com/ARayhanOfficial/ Twitter : https://twitter.com/ARayhanOfficial Remembering : Aynuddin Al Azad RH. Grateful to : Rashid Ahmad Ferdous Lyric: অভিপ্রায়ে একটাই কামনা আমার চাই শুধু এ জীবনে তোমারই দিদার তুমি থাকো মনে প্রাণে আমাতে মিশে আজীবন যাই তব খুব ভালোবেসে তুমি আলোর জ্যোতি ঘোচাও আধার রাতি সুরে সুরে নিত্য দিবস গাইছি তোমার না'ত কামলিওয়ালা,দিও কাউসার পেয়ালা সে আশায় মনের নেশায় গুনছি প্রভাত ক্বলবি ইয়া ক্বলবি ইয়া মুহাম্মাদ!! আঁধারে ডুবে ছিল যবে এ পৃথিবী তুমি এসে সাজালে এই যে সবই তুমি পথের দিশা প্রিয় আমার কান্ডারি তুমি ছাড়া এ জীবনে নেমে আসে রাত ভাবিনা তুমি হীনা গাহেনা হৃদ বীণা সে রাতের দীর্ঘশ্বাসে আসেনা যে প্রভাত ক্বলবি ইয়া ক্বলবি ইয়া ক্বলবি মুহাম্মাদ!! পাথর বুকে দিলে ফোটাতে যে ফুল তোমার ঘ্রাণে হল ধরা যে অতুল শয়নে স্বপনে তিমির রাতের গোপনে আমাতে দেখা দিও ওগো আহমাদ হাশর সেই দিবসে আমায় সুপারিশে বাঁচিও এই পাপীকে আমার প্রেমাস্পদ ক্বলবি ইয়া ক্বলবি ইয়া ক্বলবি মুহাম্মাদ!! গানঃ ক্বলবি মুহাম্মাদ কথাঃ যুবায়ের সিফাত সুরঃ এইচ আহমেদ আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ারস, উন্নত এবং সুন্দর ভিডিও মেকিং এর জন্য স্পন্সর এবং ডোনেশন একটা ফ্যাক্ট । আয়োজনগুলো তৈরিতে এর শুন্যতা ভীষণ । আল্লাহর রহমত, নিজের প্রচেষ্টা এবং আপনাদের অব্যাহত ভালোবাসায় আমাদের এগিয়ে চলা । আশাকরি আপনার সুযোগ থাকলে ভিডিও তৈরিতে স্পন্সর করে এ পথচলাকে বেগবান করবেন ইনশাআল্লাহ । Phone : 01711245493, Email : aburayhankalarab1@gmail.com

الفئة

عرض المزيد

تعليقات - 1448